ঢাকা, শনিবার, ১৮ মে, ২০২৪

সরিষাবাড়ীতে সহকারী কমিশনার (ভূমি) নাহাত এর গাড়িতে হামলা

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা  এর  সহকারী কমিশনার ( ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত এর তত্ত্বাবধানে আজ  সোমবার   ১৯/০৪/২১ তারিখে সরিষাবাড়ী'র আওনা ইউনিয়নের  জগন্নাথগঞ্জ জেটিঘাট এলাকায় ৬ টি ড্রেজার মেশিন পুড়িয়ে দেওয়ার কারনে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সরিষাবাড়ী সহকারী কমিশনার (ভূমি)ফাইযুল ওয়াসীমা নাহাত'র গাড়িতে হামলা করে।

সরিষাবাড়ী সহকারী কমিশনার (ভূমি)ফাইযুল ওয়াসীমা নাহাত জানান,
"আজ ১৯ এপ্রিল বেলা ১১:৩০ টায় আওনা ইউনিয়নে জগ্ননাথগঞ্জ ঘাট জেটির পাশে অবৈধভাবে বালু উত্তোলনকালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি ড্রেজার মেশিন এবং পাইপ ধ্বংস করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় কতিপয় দুষ্কৃতকারী বাধাপ্রদানের চেষ্টা করলে পালের গোদা মোঃ শাহজামাল,পিতাঃ মৃত মোঃ আফজাল, সাং- ঘুইঞ্চার চর, আওনা -কে আটক করা হয়। পরবর্তীতে অপরাধী তার অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে এবং ভবিষ্যতে এমন অপরাধ আর করবে না মর্মে মুচলেকা প্রদান করে। 
এই অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আবাদি জমিসহ ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা সরকারের কর্মচারী, সকল কাজ জনস্বার্থে করে থাকি।  আমাদের কাজে বাধা দেয়া মানে জনস্বার্থে আঘাত করা। ভবিষ্যতে এধরণের অপরাধ কঠোর ভাবে দমন করা হবে।"
ads

Our Facebook Page